image
47122717, 223380823
info@adilsecurities.com
Our Blog
Home > Our Blog > বিও একাউন্ট কি । কিভাবে আপনি সহজে বিও একাউন্ট খুলতে পারেন?

বিও একাউন্ট কি । কিভাবে আপনি সহজে বিও একাউন্ট খুলতে পারেন?

বিগত কয়েক দশকে শেয়ার বাজারে বিনিয়োগ অনেক জনপ্রিয় একটি মাধ্যম হিসেবে আলোচিত হয়ে আসছে বিনিয়োগের অন্যতম উৎস হিসেবে। স্বল্প সময়ে ভালো মুনাফা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে বাংলাদেশে ও এর ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান কিন্তু দুঃখের বিষয় তারা জানেন না কোথা থেকে শুরু করবেন। তাই আজকের ব্লগে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ, শেয়ার ক্রয়-বিক্রয় এবং কিভাবে একাউন্ট খুলবেন এইসব বিষয় নিয়ে আলোচনা করব।।

বিও একাউন্ট কি?

শেয়ার বাজারে বিনিয়োগের প্রথম শর্ত হচ্ছে বিও একাউন্ট খোলা। এখন আপনাকে জানতে হবে বিও একাউন্ট কি এবং কিভাবে আপনি বিও একাউন্ট খুলবেন?

বিও একাউন্ট (BO) হচ্ছে বেনিফিসিয়ারি ওনারস একাউন্ট (Beneficiary Owners Account) এর সংক্ষিপ্ত রুপ।। এটি একটি সাধারন বাংক একাউন্ট এর মতই । সাধারণত একটি ব্যাংক একাউন্ট এ টাকা জমা রাখা হয়ে থাকে আর একটি বিও একাউন্ট এ শেয়ার জমা রাখা হয়ে থাকে। ব্যাংক একাউন্ট এর মাধ্যামে যেমন টাকার লেনদেন বা আদান-প্রদান করা হয় তদ্রূপ বিও একাউন্ট এর মাধ্যমে শেয়ার, বন্ড, মিচুয়্যাল ফান্ড ইত্যাদি লেনদেন বা সংরক্ষণ করা হয়।

আইপিও কিংবা সেকেন্ডারি মার্কেটে আবেদন বা বিনিয়োগের জন্য বিও একাউন্ট থাকা বাধ্যতামূলক।

বিও একাউন্ট এর প্রকারভেদঃ

সাধারণত ৪ প্রকারের বিও একাউন্ট হয়ে থাকে, যথা

১. একক বিও একাউন্ট(Individual Account)

২. অংশীদারী বিও একাউন্ট(Joint Account)

৩. বিদেশি বিনিয়োগকারী একাউন্ট (NRB or Non Resident Bangladesh)

৪. কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একাউন্ট (Institutional/Company Account)

বিও একাউন্ট খোলার নিয়মঃ

বিও একাউন্ট খোলার জন্য প্রথমত আপনাকে বাংলাদেশের ২টা স্টক এক্সচেঞ্জ ( ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ) এর অনুমোদিত যেকোন ব্রোকারেজ হাওউজের মাধ্যমে নির্দিষ্ট ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্ধারিত ফি জমা দিতে হবে। এরপর উক্ত ব্রোকারেজ হাউজ সিডিবিএল এর মাধ্যমে আপনার বিও একাউন্ট খোলে দিবেন। সাধারণত ১ থেকে ২ কর্মদিবসের মধ্য একাউন্ট সচল হয়ে যাই।

আপনি চাইলে আমাদের মাধ্যমে খুব সহজে বিও একাউন্ট করতে পারেন, আপানার নিকটস্থ আমাদের ব্রাঞ্চে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অথবা অনলাইন এ আবেদন করতে পারেন।

কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একাউন্ট (Institutional/Company Account)

বিও একাউন্ট খোলার জন্য নিম্নলিখিত কাগজপত্র দরকার হবে

একক বিও একাউন্ট (Individual Account)।

১. ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি

২. জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি

৩. নমীনীর ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি

৪. ব্যাংক চেকপাতার ফটোকপি (MICR Cheque Leaf)

অংশীদারী বিও একাউন্ট (Joint Account)

১. ৩ কপি করে পাসপোর্ট সাইজ ছবি (উভয় অংশীদারের)

২. জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি (উভয় অংশীদারের)

৩. নমীনীর ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি

৪. ব্যাংক চেকপাতার ফটোকপি (MICR Cheque Leaf)

বিদেশি বিনিয়োগকারী একাউন্ট (NRB or Non Resident Bangladesh)

১. কোম্পানী ব্যাংক একাউন্ট এর সার্টিফিকেট

২. ট্রেড লাইসেন্স এর ফটোকপি

৩. Memorandum and Articles of Associations

৪. ২ কপি ছবি ২ কপি করে পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি(authorized person)

৫. বোর্ড রেগুলেশন

বিদেশি বিনিয়োগকারী একাউন্ট (NRB or Non Resident Bangladesh)

১. পাসপোর্টের ফটোকপি

২. বাংলাদেশের যেকোন ব্যাংকের একটি এফসি(FC)এবং NITA একাউন্ট

৩. ২ কপি পাসপোর্ট সাইজ ছবি

৪. নমীনীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি

৫.  ট্রেড লাইসেন্স/ট্রেক্স রিটার্ন ডকুমেন্টস ইত্যাদি

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আদিল সিকিউরিটিজ লিঃ এ কিভাবে খুব সহজে বিও একাউন্ট খুলতে পারেন

প্রথমত আপনি সিডিবিএল (Central Depository Bangladesh Ltd) এর ওয়েবসাইট এ গিয়ে ONLINE BO ACCOUNT OPENING SYSTEM এর মাধ্যমে একাউন্ট খুলতে পারেন

সিডিবিএল এর মাধ্যমে একাউন্ট খুলতে ক্লিক করুন

অথবা আপনার নিকটস্থ আমাদের যেকোন ব্রাঞ্চ এ গিয়ে বিও ফর্ম সংগ্রহ করে অফিস প্রতিনিধির সাহায্য নিয়ে ফর্ম পুরণ করে জমা দিতে পারেন। ২-৩ কর্মদিবসের মধ্য আপনার একাউন্ট এক্টিভ হয়ে যাবে।

আমাদের অফিসের ঠিকানা জানতে ক্লিক করুন

আরো বিস্তারিত জানতে কল করুন ঃ +৮৮৪৭১২২৭১৭ অথবা ইমেইল করুন ঃ info@adilsecurities.com