image
47122717, 223380823
info@adilsecurities.com
Our Blog
Home > Our Blog > কিভাবে নতুন ডিএসই মোবাইল এপ ব্যাবহার করবেন

কিভাবে নতুন ডিএসই মোবাইল এপ ব্যাবহার করবেন

আসসালামুয়ালাইকুম, 

 

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি DSE Mobile App এ বেশ কিছু নতুন ফিচার নিয়ে আপডেট ভার্সন (v1.99.1)  রিলিজ হয়েছে।

নতুন অনেক গুলো ফিচার যুক্ত করা হয়েছে যেগুলা আগের ভার্সনে ছিল না। নতুন ফিচার গুলোর মধ্য অন্যতম হচ্ছে

  • অর্ডার মডিফিকেশন
  • নিজের ডিভাইস নিজে আন-রেজিস্টার করতে পারা
  • পাসওয়ার্ড রিকভারি
  • বায়োমেট্রিক অথেন্টিকেশন
  • ফাস্টার এবং স্মুথ ট্রেডিং ফিচার ইত্যাদি

 

ইতিমধ্য সব ডিএসই মোবাইল এপ প্লে স্টোর থেকে আপডেট হয়ে গিয়েছে। সবাই নতুন ভার্সনে লগিন এবং আনরেজিস্টার করতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, 

দয়া করে নিম্নুক্ত স্টেপ গুলো অনুসরণ করুনঃ

  1. আপনার ডিএসই মোবাইল এপ টি ওপেন করন
  2. ওপেন করার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
  3. লগিন করার পর একটি পপআপ উইন্ডো দেখতে পাবেন সেখানে আনরেজিস্টার বাটন দেখতে পাবেন
  4. আনরেজিস্টার বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর আপনার মেইল এ একটি আনরেজিস্টার লিঙ্ক দেখতে পাবেন
  5. উক্ত লিঙ্কে ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে , সেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
  6. লগিন করলেই আপনার ডিভাইজ সফল ভাবে আনরেজিস্টার হয়ে যাবে
  7. এরপর আপনার ডিএসই মোবাইল এপ টি ওপেন করে পূর্বের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন 
  8. এভাবে লগিন করলেই আপনি সফল ভাবে নতুন মোবাইল এপটি ব্যাবহার করতে পারবেন ।

 

যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

ফোন নং – ০২-৪৭১২২৭১৭, ০২-২২৩৩৮৩৯৭৭

ই-মেইলঃ info@adilsecurities.com